বাউফলে ৬৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা

বাউফলে ৬৯টি পূজা মন্ডপে শারদীয়  দুর্গাপূজা

 বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি : সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে  শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলী তথা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গোৎসব। আর উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে চলছে সাজ সাজ রব। দূর্গোসৎব যাতে সুষ্ট,সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  সনু সাহা জানান,এবার বাউফল উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৯টি পূজা মন্ডপে প্রতিমা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । গত বছর    ৬৯টি মন্ডপে দূর্গা পূজা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সারাদেশের ন্যায় বাউফলে যাতে সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে জন্য পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপের কমিটি ও সনাতন সম্পদায়ের বিভিন্ন সংগঠনের সাথে মিটিং হয়েছে । প্রতিটি পূজা মন্ডপে সেচ্ছাসেবকদল, আনসার সদস্য,পুলিশ থাকবে। এ ছাড়াও পুলিশের একাধিক মোবাইল টিম সার্বক্ষনিক তদারকিতে থাকবে ।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন,দূর্গোৎসব এখন বাঙ্গালীর প্রানের উৎসবে পরিণত হয়েছে। বর্তমান সরকার অসম্প্রাদায়িক চেতনা লালন করে। যার কারনে প্রতিটি সম্প্রদায়ের উৎসবগুলো বাঙ্গালীর উৎসবে পরিণত হয়েছে। আমি মনে করি দূর্গোৎসবও বাঙ্গালীর উৎসব। এ উৎসব যাতে সুষ্ঠ ও শন্তিপূর্ণভাবে শেষ হয় এবং পূজা মন্ডপগুলোতে যাতে শৃঙ্খলা বজায় থাকে সে জন্য পূজার সাথে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান ।  প্রতি পূজা মন্ডপে সরকারি ভাবে ৫০০ কেজি করে চাউল দেওয়া হয়েছে ।